ঢাকাশনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আবহাওয়া
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. কবিতা
  10. কৃষি ও প্রকৃতি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকুরি

ঠাকুরগাঁওয়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

রূপসী বাংলা ২৪.কম
ডিসেম্বর ১৪, ২০২৪ ৬:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে।

আবহাওয়া অফিসের কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, ‘আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহ আরও তীব্র হতে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।’এদিকে আজ সকালে তুলনামূলক কম কুয়াশা থাকায় সূর্যের দেখা মিলেছে। তবে উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়েছে। শীতের কারণে শ্রমজীবী মানুষের কাজের সময় কমে যাওয়ায় তাদের আয়-রোজগারেও প্রভাব পড়ছে। কৃষিকাজেও দেখা দিয়েছে বাধা।

জেলার বিভিন্ন এলাকার কৃষকরা জানান, সকালে ঘন কুয়াশা থাকায় ধান মাড়াই ও শুকানোর কাজ করতে সমস্যা হচ্ছে। রিকশাচালক আব্দুল মজিদ বলেন, শীতের কারণে ভোরে কাজ শুরু করতে পারি না। রাস্তায় যাত্রীও কম। তাই আয় অনেক কমে গেছে।অন্যদিকে শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভুগছে শিশু ও বয়স্করা। জেলার সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আনোয়ারুল ইসলাম জানান, শীতজনিত রোগ যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, ও শ্বাসকষ্ট নিয়ে শিশু ও বয়স্ক রোগীদের ভিড় বাড়ছে। প্রতিদিন গড়ে ৫০-৬০ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও, ভিডিও ব্যবহার করা বেআইনি।