চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন করায় ১১ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এর মধ্যে ৮ জেলেকে ৩ হাজার টাকা করে ২৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত
এবং ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি জাটকা, ২টি নৌকা ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
শুক্রবার (৭ মার্চ ২০২৫) দুপুরে এ তথ্য জানান অভিযানে থাকা চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
তিনি বলেন, বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর মোহনা এলাকায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় জাটকা ধরা অবস্থায় হাতেনাতে ১১ জেলেকে আটক করা হয়। রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা আটক জেলেদের মধ্যে ৮জনকে জরিমানা ও ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেন।
আটক জেলেরা হলেন : মো. আল-আমিন (৩৫), জাকির (৩০), খোকন (৫৩), নুরুন্নবী (৩২), জয়নাল চৌকিদার (৪০), কামাল হোসেন (৩৫), ইব্রাহীম সরদার (২২) ও কুদ্দুস আলী পেদা (২২)। অপ্রাপ্ত বয়স্ক জেলেরা হলো : ইমরান সরদার (১৬), ইয়াছিন ব্যাপারী (১৫) ও মো. কালু মিয়া (১৩)।
সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান আরো বলেন, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই দুমাস পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় চলছে জাটকা সংরক্ষণে অভিযান। গত ২ মার্চ টাস্কফোর্সের অভিযানে ৬ জেলে আটক হয়। তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন। ৩ মার্চ আটক হয় ২ জেলে। তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ ও সাজিদ হক ২ হাজার ৫০০ টাকা করে ৫ হাজার টাকা জরিমানা করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও, ভিডিও ব্যবহার করা বেআইনি।